Khoborerchokh logo

গাজীপুরে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন । 755 0

Khoborerchokh logo

গাজীপুরে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন ।

গাজীপুরে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন ।
আলমগীর কবীর
 গাজীপুর মহানগরের ১৪ নং ওর্য়াডস্থ জি এম পি র বাসন থানাধীন কড্ডা এলাকায় ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন । জানা যায় দুই ভাইয়ের মধ্যে র্দীঘদিন যাবৎ জমি সংক্রান্ত ভাগ বাটোয়ারা  নিয়ে পারিবারিক দ্বন্দ চলছিল ।১২ এপ্রিল ২০২০ ইং রবিবার বিকাল ৪.০০ঘটিকার দিকে ছোট ভাই মোঃ জাকির হোসেন (৪০) ও বড়ভাই মোঃ সিরাজুল ইসলাম এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে  ছোটভাই উত্তেজিত হয়ে বড়ভাই সিরাজুল ইসলাম (৪০) কে র্স্পশকাতর স্থানে স্বজোড়ে লাথি,কিলঘুষি মারলে ঘটনাস্থলেই  জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে । আশপাশের লোকজন তাৎক্ষনিক নাওজোড় এলাকায় অবস্থিত সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাঃ সিরাজুল ইসলাম (৪৫) কে মৃত্যু বলে ঘোষনা করে । এদিকে ঘটনার পর হইতে ছোট ভাই জাকির হোসেন (৪০) পলাতক রয়েছে ।জি এম পি র বাসন থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।থানাসূত্রে আরও জানা যায়,ময়না তদন্তের জন্য সিরাজুলের লাশ শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে  ।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com